ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়তে আগ্রহী হচ্ছে না শিক্ষার্থীরা

সাদেকুল ইসলাম রুম্মান
অক্টোবর ১২, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাদেকুল ইসলাম রুম্মান: দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়তে আগ্রহী হচ্ছে না শিক্ষার্থীরা। ফলে ওসব প্রতিষ্ঠান আশানুরূপ শিক্ষার্থী পাওয়ায় অর্ধেকেরও বেশি আসন ফাঁকা থাকছে। মূলত বেসরকারি মেডিকেল কলেজগুলো মানসম্পন্ন শিক্ষাদানে পিছিয়ে থাকার কারণেই অভিভাবক ও শিক্ষার্থীরা ওসব প্রতিষ্ঠানে আগ্রহী হচ্ছে না। এমবিবিএস ভর্তি পরীক্ষায় চলতি বছর ১ লাখ ৩১ হাজার জন অংশ নেন। তার মধ্যে ৬০ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছে। সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তি শেষে বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হয়। সেখানে আসন সংখ্যা ৬ হাজার ২৯৩টি। সরকারি মেডিকেল কলেজের মতো করেই বেসরকারিতেও অটোমেশন পদ্ধতিতে ভর্তি চলে। শিক্ষার্থীরা তাদের মেধাক্রম অনুযায়ী কলেজ বাছাইয়ের সুযোগ পায়। তাতে ৬৭টি মেডিকেল কলেজে ৫ হাজার ৮৫৬ জন ভর্তি হয়েছে। ফাঁকা রয়েছে ৪৩৭টি আসন। অটোমেশন চালু হওয়ার আগে কলেজের হাতে শিক্ষার্থী ভর্তির কর্তৃত্ব ছিল। কিন্তু এখন তা স্বয়ংক্রিয় হওয়ায় স্বচ্ছতা ও মেধাবী শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে। কিন্তুপিছিয়ে থাকা মেডিকেল কলেজগুলো তাতে অসুবিধায় পড়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, মুন্সিগঞ্জের বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজে চলতি বছর শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত আসন ছিল ৫৭টি। কিন্তু ওই ৫৭ আসনের বিপরীতে মাত্র ১৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ওই রকম আরো ১৩টি বেসরকারি মেডিকেল কলেজে প্রায় অর্ধেক আসন ফাঁকা রয়েছে। ওই প্রতিষ্ঠানগুলো কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ, বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, মার্কস মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ, আশিয়ান মেডিকেল কলেজ, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ।

সূত্র জানায়, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়নে মনিটরিং বাড়ানো জরুরি। তা নাহলে ওসব প্রতিষ্ঠান থেকে হাতুড়ে ডাক্তার বেরুবে। যা দেশের স্বাস্থ্যখাতের জন্য বুমেরাং হওয়ার শঙ্কা থাকে। বর্তমানে যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল রয়েছে তার কাজ হবে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করে প্রশাসনিক কর্তৃপক্ষকে জানানো। তারা সমস্যাগুলো শনাক্ত করে মেডিকেল কলেজ কিংবা স্বাস্থ্য শিক্ষা কর্তৃপক্ষকে জানাবে এবং দ্রুত সেগুলো সমাধান করতে হবে। কারণ মেডিকেল শিক্ষায় গাফিলতি হলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অর্থ খরচ করে পড়াশোনা করে। স্বাভাবিকভাবেই তারা একটা মানসম্পন্ন মেডিকেল কলেজে শিক্ষা লাভ করতে চাইবেন। সেক্ষেত্রে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান মানসম্পন্ন নয়, সেগুলোর চাহিদা দিনে দিনে কমে আসবে। স্বাভাবিকভাবেই যারা মান নিশ্চিত করতে পারবে না, শিক্ষার্থীর অভাবে একসময় বন্ধ হয়ে যাবে।

অন্যদিকে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বেসরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থী না পাওয়াতেই মানসম্মত শিক্ষা নিশ্চিতের ব্যর্থতার বিষয়টি বোঝা যায়। সেজন্যই অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে সেগুলো পছন্দের কলেজ হয়ে উঠতে পারছে না। মূলত পিছিয়ে থাকার কারণেই ওই মেডিকেল কলেজগুলো শিক্ষার্থী পাচ্ছে না।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: