ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি সোমবার (২৮ জুলাই) রাত ১২টা ১১ মিনিটে অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)’। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের তলদেশে, আনুমানিক ১০ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে, এবং দ্বীপবাসীদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভৌগলিকভাবে একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে থাকা এই দ্বীপপুঞ্জ ৫৭২টি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে মাত্র ৩৮টিতে মানুষের বসবাস রয়েছে। দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপও এই দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত, যা একে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্দামান-নিকোবর অঞ্চলের টেকটনিক প্লেটের সক্রিয়তা এবং সাবডাকশন জোনের কারণে এখানে মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। ২০০৪ সালের ভয়াবহ সুনামির কথাও স্মরণ করিয়ে দিচ্ছে এই ভূকম্পন।
এনসিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী কম্পনের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি রয়েছে।