দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর সহিংসতা চলমান, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নেতাদের অভিযোগ
সংখ্যালঘু অধিকার আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ৮ দফা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ২০২৪ সালের ১৩ আগস্ট সংখ্যালঘু শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তা, ক্ষতিপূরণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন। সেই বৈঠকে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। তবে প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তরুণ রায়, সংগঠনের উত্তরাঞ্চল সংগঠক। এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত বল্লভ, সুস্মিতা কর ও সুমন ত্রিপুরা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুস্মিতা কর।
নেতারা বলেন, বাংলাদেশে নির্বাচনকালীন সহিংসতায় সংখ্যালঘুদের ওপর বারবার হামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ৫ আগস্ট সরকারের পদত্যাগের পর থেকে অন্তত ৩৫টি জেলায় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, প্রতিমা ভাঙচুরসহ নানা সহিংসতা চালানো হয়েছে।
তারা বলেন, ৮ শতাংশ সংখ্যালঘু জনগোষ্ঠীর মতামত নিয়ে ৮ দফা পুনর্গঠন ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে বলেও হুঁশিয়ারি দেন তারা।