ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বেতন ১৫ হাজার, সম্পত্তি ৩০ কোটি! কর্নাটকে কেরানির বাড়িতে লোকায়ুক্ত পুলিশের চমকপ্রদ উদ্ধার

বেঙ্গালুরু প্রতিনিধি
আগস্ট ১, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

২৪টি বাড়ি, দামি গাড়ি, ৪০ একর জমি, নগদ টাকা ও গয়নায় স্তম্ভিত তদন্তকারী দল

মাত্র ১৫ হাজার টাকা বেতনের একজন সরকারি কেরানি কীভাবে ৩০ কোটির সম্পত্তির মালিক? এই প্রশ্নই এখন ঘুরছে কর্নাটক জুড়ে। রাজ্যের কোপ্পাল জেলায় লোকায়ুক্ত পুলিশের অভিযানেই ফাঁস হয়েছে কালকাপ্পা নিদাগুন্ডি নামের এক প্রাক্তন কেরানির অবিশ্বাস্য সম্পদের চিত্র।

লোকায়ুক্ত পুলিশের মতে, অভিযুক্ত কালকাপ্পার মালিকানায় থাকা সম্পত্তির তালিকায় রয়েছে—

২৪টি বাড়ি, ৪০ একর জমি, কয়েক লক্ষ টাকার গাড়ি, বিপুল পরিমাণ গহনা ও নগদ টাকা। একযোগে ৪১টি স্থানে তল্লাশি, শুক্রবার (১ আগস্ট) কোপ্পালে চূড়ান্ত অভিযান চালায় লোকায়ুক্ত টিম। তবে শুধু এখানেই নয়, বেঙ্গালুরু আরবান, মাইসুরু, টুমাকুরু, কালবুর্গি এবং কোদাগু জেলা-সহ মোট ৪১টি স্থানে তল্লাশি চালানো হয়েছে। এই অভিযান শুরু হয়েছে গত ২৩ জুলাই থেকে। ধাপে ধাপে উঠে এসেছে কোটি কোটি টাকার হিসাব।

কালকাপ্পা নিদাগুন্ডি কাজ করতেন কর্নাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (KRIDL)-এ। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগ ছিল। এবার সেই অভিযোগ বাস্তবে রূপ নিয়েছে। লোকায়ুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কেরানির বেতনের সঙ্গে এই সম্পদের কোনো সামঞ্জস্য নেই। এক তদন্তকারী কর্মকর্তা বলেন, আমরা সম্পদ হিসাব করে হতবাক। বেতন হিসেবে যা পেতেন, তা দিয়ে তো এই গহনার ভাড়াও দেওয়া সম্ভব নয়।

লোকায়ুক্ত সূত্রে জানা গেছে, সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি দুর্নীতি দমন আইনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: