ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খালি পায়ে ১২ কিমি হাঁটা শিশুও রেহাই পেল না ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে নিহত ছোট্ট আমির

বিশেষ সংবাদ ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজায় অবরুদ্ধ মানুষের জীবন যে কতটা নিষ্ঠুর বাস্তবতার মধ্যে কাটছে, তার এক হৃদয়বিদারক উদাহরণ হয়ে উঠেছে শিশুটি—আমির। ক্ষুধা আর ত্রাণের আশায় খালি পায়ে ১২ কিলোমিটার হাঁটার পরও বাঁচতে পারল না সে। একমুঠো চাল-ডাল জোগাড় করতেই গুলিতে ঝরে গেল ছোট্ট এই প্রাণ।

ঘটনাটি ঘটে গত ২৮ মে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সঙ্গে যুক্ত এক মার্কিন সাবেক সেনা সদস্য অ্যান্থনি আগুইলার মিডল ইস্ট মনিটরকে দেওয়া সাক্ষাৎকারে এই নির্মম ঘটনার বিবরণ দেন।

এক মুঠো খাবারের জন্য দীর্ঘপথ হেঁটে আশা

অ্যান্থনি জানান, খালি পায়ে, অত্যন্ত দুর্বল শারীরিক অবস্থায় ও প্রচণ্ড রোদ মাথায় নিয়ে আমির ১২ কিমি পথ হেঁটে এসেছিল খাবারের আশায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে সে পায় মাত্র এক মুঠো চাল আর কিছু ডাল। খাবার পাওয়ার পর শিশুটি তাঁর হাতে চুমু খেয়ে ইংরেজিতে ধন্যবাদ জানায় এবং ভিড়ের মধ্যে ফিরে যায়।

ইসরায়েলি হামলায় প্রাণ হারায় আমির

কয়েক মিনিটের মধ্যেই ঘটে মর্মান্তিক ঘটনা। যখন আমির ও অন্যান্য সাধারণ মানুষ দূরে সরে যাচ্ছিল, তখনই ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট আমিরের।

অ্যান্থনি বলেন, “গাজার অন্য দিনগুলোর থেকে ওই দিনটি আলাদা ছিল না, তবে মৃত্যু এসেছিল দ্রুত। এই ধরনের মৃত্যু গাজায় প্রতিদিন ঘটছে, কিন্তু প্রতিটি মৃত্যুই একটি পরিবারের জন্য চিরস্থায়ী কান্না।

মানবিক বিপর্যয় চরমে

ইসরায়েলি অবরোধে গাজায় খাদ্য, পানি ও চিকিৎসাসেবা সংকট ভয়াবহ আকার নিয়েছে। শিশুদের অপুষ্টি ও অনাহারে মৃত্যু এখন সাধারণ ঘটনা। জাতিসংঘ জানিয়েছে, সহায়তা পৌঁছানোর রাস্তাগুলো বিপজ্জনক ও বাধায় পরিপূর্ণ।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় লাগাতার অভিযান চালাচ্ছে। জাতিসংঘের হিসেবে, এ পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: