মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইট 6E 138-এ ঘটে গেল এক বিব্রতকর ও সংবেদনশীল ঘটনা। বিমানের মধ্যেই প্রকাশ্যে এক মুসলিম যাত্রীকে থাপ্পড় মারেন আরেক সহযাত্রী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
ভিডিওতে দেখা যায়, টুপি পরা এক মুসলিম যাত্রীর শরীর হালকা ধাক্কা লাগার পরপরই এক ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে চড় মারেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নজরে আনেন কেবিন ক্রুরা। পরে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, একজন যাত্রীর অশান্ত আচরণে ফ্লাইটের স্বাভাবিকতা কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়। তবে ভিডিও ফুটেজে স্পষ্ট, অশান্তি সৃষ্টিকারী যাত্রী নিজেই ছিলেন আক্রমণকারী, এবং আক্রান্ত মুসলিম যাত্রী ছিলেন শান্ত ও নিয়ন্ত্রিত।
ঘটনার পরপরই বিমানের অন্যান্য যাত্রী একজোট হয়ে প্রতিবাদে ফেটে পড়েন এবং আক্রান্ত যাত্রীর পাশে দাঁড়ান। কেবিন ক্রুরাও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছে। অনেকেই লিখছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল যাত্রীর প্রতি সমান সম্মান দেখানো শুধু একটি এয়ারলাইনের দায়িত্ব নয়—এটি গোটা সমাজের দায়িত্ব। বিষয়টি
এখন ইন্ডিগো কর্তৃপক্ষ তদন্ত করছে। যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কোম্পানিটি কঠোর অবস্থান নিচ্ছে বলে জানিয়েছে তারা।