ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আজ রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির ঘনঘটা, যানচলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আজ রবিবার একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি ঘিরে ব্যাপক জনসমাগমের আশঙ্কা করা হচ্ছে। একই দিনে এইচএসসি এবং বিসিএস পরীক্ষা থাকায় যানজট ও জনদুর্ভোগ এড়াতে বিশেষ ডাইভারশন পরিকল্পনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ ফেস্ট ঘিরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্রদলের ছাত্র সমাবেশ

রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করেছে।

এনসিপির জনসমাবেশ

এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে। পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় দুপুর ৩টা থেকে সময় পিছিয়ে বিকেল ৪টায় সমাবেশ শুরু হবে।

সাইমুমের ‘জুলাই জাগরণ’

১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চলছে ‘জুলাই জাগরণ’ কালচারাল ফেস্ট। রবিবার অনুষ্ঠানটির চতুর্থ দিন।

যান চলাচলে নির্দেশনা

ডিএমপি একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও সংযোগ সড়কে বিকল্প রুট নির্ধারণ করেছে, যেমন:

ইন্টারকন্টিনেন্টাল মোড়: বাংলামোটর/সোনারগাঁও হয়ে হেয়ার রোড, কাটাবন মোড়: সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত/পলাশী বা হাতিরপুল হয়ে বাংলামোটর। মৎস্য ভবন মোড়: কদম ফোয়ারা হয়ে হেয়ার রোড বা মগবাজার সড়ক। টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর বা নীলক্ষেত দিয়ে বিকল্প চলাচল, ডিএমপি অনুরোধ করেছে, জনসাধারণ যেন শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কগুলো যথাসম্ভব পরিহার করে এবং পরীক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছায়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: