ইসরায়েলে কোনো ধরনের যুদ্ধাস্ত্র রপ্তানির অভিযোগ অস্বীকার করেছে কানাডা। দেশটির সরকার জানিয়েছে, গাজায় চলমান সংঘাতে ব্যবহারের জন্য কোনো সামরিক সরঞ্জাম তারা পাঠায়নি এবং ভবিষ্যতেও পাঠাবে না। শনিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত গাজায় ব্যবহারের মতো কোনো সামরিক পণ্যের রপ্তানির অনুমতি দেওয়া হয়নি। এমনকি পূর্বে দেওয়া অনুমতিগুলোও বাতিল করা হয়েছে। তাঁর ভাষায়, “আমরা নিশ্চিত করছি, কানাডার তৈরি কোনো অস্ত্র গাজায় সংঘাতে ব্যবহার হবে না। সম্প্রতি চারটি সংগঠন—ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়ার, প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট, কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট এবং ইনডিপেনডেন্ট জিউইশ ভয়েসেস—একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, কানাডা থেকে ইসরায়েলে কিছু অস্ত্র ও গুলি সরবরাহ করা হয়েছে, যা গাজায় ব্যবহৃত হতে পারে। তবে কানাডা সরকার সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, সেখানে ভুল ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে। সরকারি ব্যাখ্যায় বলা হয়, যেসব গুলির কথা প্রতিবেদনে উল্লেখ আছে, সেগুলো আসলে পেইন্টবল জাতীয় দ্রব্য এবং তা যুদ্ধের জন্য ব্যবহারযোগ্য নয়। পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, “আমরা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতি পুরোপুরি অনুসরণ করছি। কোনোভাবেই মানবিক সংকটে কানাডার তৈরি সরঞ্জাম ব্যবহৃত হোক, তা আমরা চাই না।