ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হামাস বলছে, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অস্ত্র পরিত্যাগ হবে না

আন্তার্জাতিক ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস স্পষ্ট জানিয়েছে, একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা নিজেদের অস্ত্র পরিত্যাগ করবে না।

শনিবার এক বিবৃতিতে হামাস এ কথা জানিয়েছে। এর আগে ইসরায়েলি পত্রিকা হারেতজ এক প্রতিবেদনে দাবি করে, মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথোপকথনের অডিওতে তাকে বলতে শোনা গেছে যে হামাস নিরস্ত্রীকরণের বিষয়ে রাজি হয়েছে এবং যুদ্ধের সমাপ্তির খুব কাছাকাছি।

এই দাবির প্রেক্ষিতে হামাস টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানায়, ‘কিছু সংবাদমাধ্যমে মার্কিন দূত স্টিভ উইটকফের বরাত দিয়ে বলা হয়েছে হামাস অস্ত্র ত্যাগে রাজি হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যতদিন দখলদারিত্ব চলবে, ততদিন প্রতিরোধ এবং অস্ত্র আমাদের একটি বৈধ জাতীয় অধিকার, যা আন্তর্জাতিক আইন ও চুক্তি দ্বারা স্বীকৃত। বিবৃতিতে আরও বলা হয়, এই অধিকার থেকে আমরা কেবল তখনই সরে আসব, যখন আমাদের সব জাতীয় অধিকার, বিশেষ করে পূর্ণ স্বাধীনতা এবং জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

স্টিভ উইটকফ শনিবার তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শত শত মানুষ একটি যুদ্ধবিরতি চুক্তির দাবিতে সমবেত হন, যাতে গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায়। যুদ্ধ শুরুর পর থেকে এটি উইটকফের তৃতীয় সফর। তার সফরের আগেই হামাস ও ইসলামিক জিহাদ ইসরায়েলি দুই জিম্মি এভিয়াতার ডেভিড ও রম ব্রাসলাভস্কির দুর্বল ও কঙ্কালসার ভিডিও প্রকাশ করে, যা নতুন করে ক্ষোভ উসকে দেয়। এর আগের দিন উইটকফ গাজার দক্ষিণাঞ্চলে বিতর্কিত জিএইচএফ পরিচালিত একটি ত্রাণকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, সফরের উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজার মানবিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর পরিকল্পনা তৈরি করা।

তবে হামাস এই সফরকে ‘প্রচারমূলক নাটক’ বলে কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, এটি ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক সমালোচনা থেকে মনোযোগ সরানোর জন্য চালানো একটি কৌশল। হামাস আরও অভিযোগ করেছে, এই বিতরণব্যবস্থার মাধ্যমে ইসরায়েল গাজাবাসীদের বাস্তুচ্যুত করছে এবং ত্রাণের নামে ফাঁদ পেতে তাদের হত্যা করছে। মে মাস থেকে এখন পর্যন্ত অন্তত ১,৩০০ ফিলিস্তিনি ত্রাণের অপেক্ষায় নিহত হয়েছেন বলে তাদের দাবি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে অন্তত ১৬৯ জন, যার মধ্যে ৯৩ জন শিশু, প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে গত বছরের নভেম্বরেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াওভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই সঙ্গে গাজায় অভিযানের কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: