নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের মোট ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং বেশ কয়েকজন বিভিন্ন সময় সরকারবিরোধী কর্মকান্ডে সক্রিয় ছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন – ১. মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, ফরিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া ।
২. মোঃ গিয়াসউদ্দিন, যুবলীগ নেতা, পীরগঞ্জ থানা, ঠাকুরগাঁও।
৩. বোরহান উদ্দিন আহম্মেদ, সভাপতি, পৌর আওয়ামী লীগ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
৪. মোঃ ইব্রাহীম, জয়েন্ট সেক্রেটারি, ২০ নং ওয়ার্ড, শাহবাগ থানা আওয়ামী লীগ।
৫. মোঃ বাদশা খান, সহ-সভাপতি, বনানী থানা ছাত্রলীগ ও সদস্য, ঢাকা মহানগর উত্তর।
৬. মোঃ তরিকুল ইসলাম তারেক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ছাত্রলীগ।
৭. সাব্বির মজুমদার, সদস্য, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।
৮. মোঃ জাকির হোসেন ফরাজী, সহ-সভাপতি, কাঠালিয়া থানা আওয়ামী লীগ, ঝালকাঠি।
৯. মোঃ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ, ভোলা।
১০. আনিসুর রহমান হিটলু, সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগ।
১১. জাহাঙ্গীর আলম, সদস্য, উত্তরখান থানা আওয়ামী লীগ।
১২. মোঃ রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
১৩. মইনুল হোসেন সুমন, প্রাক্তন কেন্দ্রীয় সদস্য, ছাত্রলীগ।
১৪. মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক, উত্তরখান থানা আওয়ামী লীগ।
১৫. মোঃ রকি ওরফে রুকু, সাংস্কৃতিক সম্পাদক, কায়েতটুলী শাখা আওয়ামী লীগ, বংশাল থানা।
১৬. লিয়াকত আলী তালুকদার, সভাপতি, ঝালকাঠি পৌর আওয়ামী লীগ ও সাবেক মেয়র।
১৭. মাহমুদ শিকদার, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা দক্ষিণ মৎস্যজীবী লীগ।
১৮. হামীম আহম্মেদ ওরফে মিনহাজুল আবেদীন, সাধারণ সম্পাদক, উত্তরা পূর্ব থানার ১ নং ওয়ার্ড ছাত্রলীগ।
১৯. সান মোহাম্মদ, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ।
২০. সায়মন রহমান, সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, ৫৪ নং ওয়ার্ড, শ্যামপুর থানা।
২১. মোঃ আল মামুন সরকার, সহ-সভাপতি, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, খিলগাঁও থানা।
ডিবি, সিটিটিসি ও সংশ্লিষ্ট থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।