জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক গঠন এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের অঙ্গীকারসহ ২৪ দফার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে বলেন, গত এক বছরে আমরা স্বৈরাচারকে পরাজিত করলেও পুরোনো শাসনব্যবস্থার পতন ঘটাতে পারিনি। এখন নতুন সংবিধান ও একটি গণতান্ত্রিক সেকেন্ড রিপাবলিক গঠনের লক্ষ্যে কাজ শুরু হবে। তিনি জুলাই ঘোষণাপত্র ও সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার কথা উল্লেখ করেন।
ইশতেহারে ২৪ দফার অঙ্গীকারে রয়েছে গণপরিষদ কর্তৃক সংবিধান প্রণয়ন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলুপ্তি, ন্যায়বিচার ও প্রশাসন সংস্কার, দুর্নীতি দমন, স্থানীয় সরকার ও গণমাধ্যমের স্বাধীনতা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টিসহ পরিবেশ ও জলবায়ু রক্ষাসহ নানা দিক।
সমাবেশে অন্যান্য নেতারা বলেন, নতুন বাংলাদেশের জন্য ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়ন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার ডিজিটাল আধুনিকায়ন, শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিতকরণ এবং পুরনো মুজিববাদী সংবিধান পরিত্যাগের দাবি এনসিপির মূল লক্ষ্য।
দুপুর থেকে শুরু হওয়া সমাবেশে রাজধানীসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বৃষ্টি সত্ত্বেও শহীদ মিনার পূর্ণ করেন এবং নেতাদের স্বাগত জানান।
এনসিপি বলছে, এই ইশতেহার বাস্তবায়ন করতে তারা ছাত্র-শ্রমিক-জনতা ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে চায়, যা আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা স্থির করবে।