দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
রোববার দুপুর ২ টায় আজমিরীগঞ্জ থানার সামনে আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সভাপতি শরিফ উদ্দিন পেশোয়ার, অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান মাসুদ ও মুজিবুর রহমান মুজিব।
এ সময় বক্তারা তুহিন হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব সরকার ও প্রশাসনের। তারা বলেন আর যদি কোন সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা হয় তবে সারাদেশের সাংবাদিকেরা বসে থাকবে না প্রতিটি উপজেলায় প্রতিরোধ গড়ে উঠবে। এ সময় তারা নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে সাংবাদিকদের নিরাপত্তায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ভিপি ফখরুল ইসলাম, সহ-সভাপতি সাজিজুর রহমান সাজু, দিলোয়ার হোসেন দিলু, সিদ্দিকুর রহমান অভি, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দেব নাথ রিংকু, প্রচার সম্পাদক আঙ্গুর মিয়া,বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোস্তাক মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফলাক আহমেদ, সদস্য কৌশিক আহমেদ প্রমুখ।