নিজস্ব প্রতিবেদক: আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় জামির (২২) ও সাব্বির (২১) নামে দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে আহতদের ঢামেকে নিয়ে আসা হয়। আহত জামির ও সাব্বির দুজনই ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থী। সংঘর্ষের সময় তারা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সাংবাদিকদের জানান, আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। সংঘর্ষের কারণ ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। এদিন বেলা ২টার দিকে দেখা যায়, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থমথমে অবস্থা পুরো এলাকা। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের বাধার মুখে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের উদ্দেশে মারমুখী অবস্থায় দেখা গেছে। এ ঘটনায় আজিমপুর ও নীলক্ষেত থেকে মিরপুর যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। ২১ আগস্ট সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, ১৯ আগস্ট সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়।