ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরের সমালোচিত ওসি ইফতেখারসহ তিনজনের বদলি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে, শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায়, ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এ বদলি অবিলম্বে কার্যকর হবে।

ওসি ইফতেখারের বিরুদ্ধে অভিযোগ: ১০ লাখ টাকার একটি মাদক মামলা গায়েব করার ঘটনায় সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে স্থানীয়রা থানার সামনে মানববন্ধন করলেও, পরবর্তীতে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করানো হয়। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রভাব খাটিয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত হাফিজুর রহমানকে ডিএমপিতে সংযুক্ত করেন এবং পরে তাকে রংপুরে পোস্টিং করিয়ে দেন। জেনেভা ক্যাম্পে সম্প্রতি মাদক ব্যবসায়ীদের দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে এক যুবক নিহত হন। সেই ঘটনাকে কেন্দ্র করে মামলায় কারশাজির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এছাড়া যৌথ বাহিনীর অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকা, ধারালো অস্ত্র ককটেল উদ্ধার করে বুনিয়া সোহেলের বাসা থেকে কিন্তু সেই মামলায় বুনিয়া সোহেলকে আসামি না করে পিচ্চি রাজাকে মামলার আসামি করা হয়। এসব অভিযোগকে কেন্দ্র করে ওসি ইফতেখারকে সরানোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: