ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করবে ‘বাংলাদেশ আমজনগন পার্টি’: ড. মোহাম্মদ রফিকুল আমীন

সায়েদ বাদল
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সায়েদ বাদল: বাংলাদেশ আমজনগন পার্টি’র আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, সকল প্রকার দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করবে ‘বাংলাদেশ আমজনগন পার্টি’। তিনি বলেন, আমি আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই থামবে না। দুর্নীতিগ্রস্থ শাসনব্যবস্থাই আমাদের দেশের মূল সমস্যা উল্লেখ করে তিনি বলেন, আমি এমন একটি প্লাটফর্ম তৈরি করতে চাই, যেখান থেকে সকল প্রকার দুর্নীতি নির্মূল করা যায়।

সম্প্রতি ‘বিশেষ সংবাদ’কে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জনক ড. মোহাম্মদ রফিকুল আমীন এসব কথা বলেন।

তিনি বলেন, যারা দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত থাকতে চায় তাদের সকলেরই রাজনীতিতে যোগদান করা উচিত। আমি বিশ্বাস করি, প্রত্যেকেরই অধিকার রয়েছে গণতান্ত্রিক বিষয়ে চর্চা করার ও কথা বলার। সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সমাজসেবক, মসজিদের ইমামসহ প্রত্যেক পেশাজীবীরই রাজনীতিতে যোগদান করা উচিত।

বাংলাদেশ আমজনগন পার্টি’র আহ্বায়ক আরও বলেন, আমরা ন্যায় বিচার চাই। আইনের শাসন চাই। আমরা চাই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমি মজলুম আমজনতার কথাগুলো সঠিক গন্তব্যে পৌঁছাতে চাই।

মিথ্যা ও বানোয়াট মামলায় ডেসটিনির সাবেক কর্ণধার ড. মোহাম্মদ রফিকুল আমীনকে ১২ বছরেরও বেশি সময় ধরে জেল হাজতে আটক রাখা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান দুদককে ব্যবহার করে তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিথ্যা সবসময় পরাজিত, সত্য সবসময় বিজয়ী’।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু ন্যায়বিচার এখনো পুনরুদ্ধার হয়নি। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় প্রয়াস হওয়া উচিত- সত্যের পক্ষে দাঁড়ানো এবং নির্যাতিতদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা চাই এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ যেখানে রাজনৈতিক প্রতিহিংসার বদলে থাকবে মানবতা, মুক্তচিন্তা ও ন্যায় বিচার।

রফিকুল আমীন বলেন, আইনের শাসন বাস্তবায়ন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, যারা আমাদের দমিয়ে রাখতে চায় তারা জানে আমরা জেগে উঠলে বদলে যাবে সব। অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের সবাইকে সৎ ও সাহসী হতে হবে।

সম্প্রতি ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নতুন ভিশন ও রোডম্যাপ পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। তিনি বলেন, স্বপ্ন দেখাটা ভাগ্যের ব্যাপার নয়। এটা আপনার জন্মগত অধিকার।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ আমজনগন পার্টি’র প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনকে বরকত ও রহমতে ভরে তুলুন।

 

 

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: