ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাফিয়াতন্ত্র কায়েম করেছিল ফ্যাসিবাদী সরকার, জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের ভার্চুয়াল বক্তব্য

বিশেষ সংবাদ প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বিগত ১৬ বছরে দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “ফ্যাসিবাদী সরকার দেশের মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার।”

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি।

বক্তব্যে ড. ইউনূস বলেন, “২০২৪ সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসের এক সংকটময় অধ্যায়। ১৬ বছরের পুঞ্জীভূত ক্ষোভ ও বৈষম্যের প্রতিবাদে তরুণ প্রজন্ম রাজপথে নেমেছিল। যারা ভালো ফলাফল করেও ঘুষ না দিতে পারায়, মাফিয়াদের সঙ্গে সখ্য গড়তে না পারায় চাকরি পায়নি।

তিনি অভিযোগ করেন, “আন্দোলনের সময় গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তাদের সেবা না দেওয়া হয়।

ড. ইউনূস আরও জানান, শহীদদের পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

“৫ আগস্ট একটি প্রতিজ্ঞার দিন”

প্রধান উপদেষ্টা বলেন, “৫ আগস্ট শুধুই একটি স্মরণ দিবস নয়, এটি গণজাগরণের প্রতীক, ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

তিনি বলেন, “স্বাধীনতার অর্ধশতাব্দি পেরিয়ে গেলেও এদেশের মানুষ এখনো সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এখনই সময়।

কোটা, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভ

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির কড়া সমালোচনা করে ড. ইউনূস বলেন, “এটি ছিল দুর্নীতি ও তদবির বাণিজ্যের বৈধ রূপ। যারা ক্ষমতাসীনদের সমর্থন করত বা আর্থিক সুবিধা দিতে পারত, চাকরি তাদের জন্য বরাদ্দ থাকত। যিনি এসব দিতে পারতেন না, তার ভাগ্যে ছিল বেকারত্ব।

রাষ্ট্রব্যবস্থা বদলের আহ্বান

বক্তব্যের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, “এখন সময় এসেছে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের। যেখানে চাকরি, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা থাকবে সমানভাবে সবার জন্য। তরুণরা যেন আর কোনো বৈষম্যের শিকার না হয়, সেটিই আমাদের লক্ষ্য।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: