ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে হতাশা ড. ইজাজ হোসেন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের জ্বালানি খাতের অবস্থা এখন শোচনীয় পর্যায়ে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরে বিদ্যুৎ খাতে কিছুটা স্বস্তি এলেও গ্যাস সংকট আরও ঘনীভূত হয়েছে, শিল্পকারখানায় গ্যাসের জন্য হাহাকার চলছে।

ড. ইজাজের মতে, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আটকে থেকে তাৎক্ষণিক সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। “গ্যাসের নতুন উৎস যুক্ত না হলে প্রতিবছর পরিস্থিতি খারাপ হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় বিদ্যুতে কিছুটা স্বস্তি মিলেছে, কিন্তু জ্বালানি খাতের সংকট ভয়াবহ।”

চুক্তি পর্যালোচনায় অগ্রগতি নেই
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় বিদ্যুৎ ক্রয়ে স্বার্থবিরোধী ও দুর্নীতিপূর্ণ চুক্তি হয়েছিল। অন্তর্বর্তী সরকার পর্যালোচনার জন্য কমিটি করলেও প্রতিবেদন প্রকাশ বা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। “যারা ক্ষতিকর চুক্তি করেছে, তাদের অতি মুনাফার অংশ ফিরিয়ে এনে সেবামূলক খাতে বিনিয়োগে বাধ্য করা উচিত।”

দায়মুক্তি আইন বাতিলে মিশ্র প্রভাব
বিদ্যুৎ-জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিলকে তিনি ইতিবাচক মনে করলেও বলেন, এর ফলে নবায়নযোগ্য জ্বালানির ৩১টি প্রকল্প এবং দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বাতিল হয়েছে, যা বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দিয়েছে। এখন ২০২৭ সালের আগেও এসব প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নেই।”

বিনিয়োগে অনীহার জন্য সরকারের ব্যর্থতা
অন্তর্বর্তী সরকারের কারণে বিনিয়োগকারীদের দ্বিধা থাকলেও তিনি মনে করেন, সরকার তাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। “যথাযথ বার্তা দিতে পারলে অন্তর্বর্তী সময়েও বিনিয়োগ আগাতে পারত।

দাম না বাড়ানোর সমালোচনা
বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্তকেও তিনি টেকসই মনে করেন না। “আজ না কাল দাম বাড়াতে হবে। এখন না বাড়ালে পরে একবারে বেশি বাড়াতে হবে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ ফেলবে।”

‘শুধু রুটিন ওয়ার্ক’
ড. ইজাজ বলেন, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে এক বছরে কোনো অগ্রগতি হয়নি। “একটা ১০০ মেগাওয়াট সৌর প্রকল্প ছয় মাসে করা যায়, কিন্তু এক বছরেও উৎপাদন বাড়েনি। সরকার শুধু দায় এড়িয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: