ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সবজির বাজারে অস্বস্তি, ডিম ও পেঁয়াজের দামেও ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

কিছুদিনের স্বস্তি মিললেও রাজধানীর সবজির বাজার আবারও চড়েছে। বর্তমানে আলু ও পেঁপে ছাড়া কোনো সবজির দাম ৩০ টাকার নিচে নেই। বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন গোল হোক বা লম্বা দাম ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে। টমেটোর দাম লাফিয়ে ১৬০ টাকায় পৌঁছেছে।

কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে, পটোল ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, করল্লা ১০০-১৩০ টাকা, বরবটি ১০০ টাকা, ঢ্যাঁড়শ ১২০-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, সাম্প্রতিক বর্ষায় সবজি ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে, ফলে বাজারে দামের ঝাঁজ বেড়েছে।

শুধু সবজি নয়, গত দুই দিনে ডিমের দামও এক লাফে বেড়েছে ডজনপ্রতি ১৩০ টাকা থেকে ১৫০ টাকায়। খুচরা বিক্রেতারা বর্ষায় সরবরাহ কমে যাওয়াকে দায়ী করলেও, পাইকাররা বলছেন গত এক সপ্তাহে পাইকারি দর অপরিবর্তিত আছে প্রতিশত ডিম ১,০৬০ থেকে ১,০৭০ টাকা। জুনে এ দাম ছিল ৮০০-৮৫০ টাকা, তখন খামারিরা লোকসানে ছিলেন, এখন কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারছেন।

পেঁয়াজের দামও দ্রুত বাড়ছে। কারওয়ান বাজারে ফরিদপুর, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনার দেশি পেঁয়াজ ৫ কেজির পাল্লাপ্রতি ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি দরে সোমবার ছিল ৬৬-৭৪ টাকা, যা একদিন আগে ৬২-৭৩ টাকা ছিল। টিসিবি জানায়, ঢাকায় খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮৫ টাকায়, যা এক মাস আগে ছিল ৫৫-৬৫ টাকা।

এদিকে চালের বাজার স্থিতিশীল। মোটা চাল ৫০-৫২ টাকা, মিনিকেট ৭২-৭৫ টাকা এবং নাজিরশাইল ৭৮-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তেলসহ অন্যান্য মুদি পণ্যের দামও অপরিবর্তিত রয়েছে।

মুরগির বাজারে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রয়লার মুরগি এক সপ্তাহে ১৪০-১৪৫ টাকা থেকে বেড়ে ১৫০-১৬০ টাকায় উঠেছে। মাছের বাজার আগে থেকেই চড়া—রুই ৩৬০-৪০০ টাকা, মৃগেল ৩০০-৩২০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা, পাঙ্গাশ ২২০-২৪০ টাকা, মলা ও কাচকি ৪০০ টাকা, আর মাঝারি আকারের বাইলা মাছ ৯০০-১,১০০ টাকায় বিক্রি হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: