ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বর্ষা অধিবেশনের শুরুতেই উত্তাল লোকসভা, অপারেশন ও ভোটার তালিকা ঘিরে বিরোধীদের বিক্ষোভ

নয়াদিল্ল রিপোর্টার
জুলাই ২৯, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের সংসদের বর্ষা অধিবেশন সোমবার শুরু হওয়ার পরপরই বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লোকসভা। ‘অপারেশন সিঁদুর’, পেহেলগাম হামলা’ এবং বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের বিষয়ে আলোচনা না হওয়ায় বিরোধীরা একযোগে সরকারবিরোধী অবস্থান নেন, ফলে অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার।

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্বের অনুমতি দেন স্পিকার ওম বিড়লা। তবে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া অ্যালায়েন্স’ এর সদস্যরা বিক্ষোভ শুরু করেন।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, চার দিনের এই অভিযানে সেনাবাহিনীর কোনো ক্ষতি হয়নি। কারও চাপে পড়ে অভিযান বন্ধ হয়নি। বরং নির্ধারিত লক্ষ্য পূরণ হওয়ায় অভিযান স্থগিত করা হয়। তিনি বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, “প্রশ্ন করা উচিত পাকিস্তানের ক্ষতির পরিমাণ নিয়ে, ভারতের নয়।”

ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা পি. চিদাম্বরম পেহেলগামে হওয়া সাম্প্রতিক হামলা নিয়ে বলেন, এই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই। দেশীয় সন্ত্রাসীরাই এর সঙ্গে জড়িত থাকতে পারে। তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি বলেছে, “চিদাম্বরমের বক্তব্য জাতীয় স্বার্থবিরোধী।”

এদিকে জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর সংলগ্ন দাচিগাম পাহাড়ি অরণ্যে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ যৌথভাবে শুরু করেছে ‘অপারেশন মহাদেব’। এই অভিযানে এখন পর্যন্ত তিন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন হচ্ছে পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী সুলেমান শাহ। বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর জবাব দাবি করেন বিরোধীরা। তবে সরকার পক্ষ এ নিয়ে কোনো বক্তব্য না দেওয়ায় উত্তেজনা চরমে পৌঁছায়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: