ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরোধ শাহবাগ মোড় অবরুদ্ধ, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে জুলাই যোদ্ধারা, দাবি বাস্তবায়ন না হলে উঠবেন না

রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড় অবরোধ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে এই কর্মসূচি চলছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে। শুক্রবার বিকেল পর্যন্তও অবরোধ অব্যাহত ছিল। ফলে আশপাশের এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাঁরা মোড়ের চারপাশে ব্যারিকেড বসিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। শাহবাগ মোড় হয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারায় মৎস্য ভবন, কাটাবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং শাহবাগ থানার সামনের সড়কে যানচাপ বেড়ে যায় কয়েকগুণ।

মোটরসাইকেল চালকসহ অনেক রাইড শেয়ারকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা নিজেরাও জুলাই আন্দোলনে ছিলাম, কিন্তু এখন প্রতিদিন কয়েক ঘণ্টা বেশি সময় রাস্তায় থাকতে হচ্ছে, এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। এদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার তাদের দাবি উপেক্ষা করায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে— জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, পরিবারকে আজীবন সম্মান ও ভাতা, দমন-পীড়নের বিচার এবং সত্য ও ন্যায় কমিশন গঠন।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, “বিক্ষোভকারীরা বৃহস্পতিবার রাতভর শাহবাগ মোড়ে অবস্থান করেছেন। শুক্রবারও দুপুর পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলতে দেখা গেছে। আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা বলেন, “সরকার দাবি পূরণ না করা পর্যন্ত আমরা শাহবাগ ত্যাগ করব না। ছুটির দিন শুক্রবার অফিসমুখী মানুষের চাপ তুলনামূলক কম থাকলেও যানবাহনের স্বল্পতা এবং মোড় অবরুদ্ধ থাকায় গন্তব্যে যেতে অনেককে চরম দুর্ভোগ পোহাতে হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: