ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ধনখড়ের উত্তরসূরি কে? জানা যাবে ৯ সেপ্টেম্বর

ভারত রির্পোটার
আগস্ট ১, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন সে প্রশ্নের উত্তর মিলবে আগামী ৯ সেপ্টেম্বর। ওইদিন অনুষ্ঠিত হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়।

কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ৭ আগস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট। মনোনয়ন যাচাই হবে ২২ আগস্ট এবং প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট।

যদি সর্বসম্মতভাবে একজন প্রার্থী নির্বাচিত হন, তাহলে ভোটগ্রহণ হবে না। তবে একাধিক প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখেই। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, এবং ফলাফলও সেদিনই প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই, গত ২১ জুলাই রাতে আচমকা পদত্যাগ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি, যা পরদিনই গৃহীত হয়।

ধনখড় পদত্যাগের কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতা’ উল্লেখ করলেও বিরোধীরা তা মানতে নারাজ। অনেকদিন ধরেই ধনখড়কে সরাতে চেয়ে আসছিল বিরোধী জোট। এমনকি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়। সেই পটভূমিতে তার পদত্যাগকে বিরোধীরা ‘চাপের ফসল’ বলেই মনে করছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: