ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে আনসার ভিডিপির নারী কমান্ডারের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেয়ার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলায় ভুয়া শিক্ষাগত সনদ ব্যবহার করে সরকারি চাকরি করার অভিযোগ উঠেছে আনসার ও ভিডিপির উপজেলা মহিলা কোম্পানি কমান্ডার শেফা আক্তারের বিরুদ্ধে। পাশাপাশি স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম এবং সদস্যদের ডিউটি ও ভাতা আত্মসাতের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, হবিগজ্ঞ সদর উপজেলার পইল পশ্চিম পাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে দক্ষিন তেঘরিয়ার বাসিন্ধা শেফা আক্তার ২০১৮ সালে হবিগজ্ঞ সদর উপজেলা মহিলা আনসার কোম্পানি কমান্ডার হিসেবে আনসার বাহিনীতে যোগ দেন। নিয়োগের সময় জমা দেওয়া সনদ অনুযায়ী তিনি ১৯৯৭ সালে সুকড়ি পাড়া উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করেছেন বলে দাবি করেন।

সরেজমিনে সাংবাদিকরা অনুসন্ধানে গেলে সুকড়ি পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহাউদ্দিন চৌধুরী বিদ্যালয়ের রেজিষ্টার খাতাপত্র যাছাই-বাছাই করে সাংবাদিকদের জানান, বিগত ১৯৯৭ সালে ও ওই বছরের আগেপরে শেফা আক্তার নামে কোনো শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের রেজিস্ট্রারে পাওয়া যায়নি। এমনকি ঐ বিদ্যালয়ের সার্টিফিকেট ফরমের সাথে শেফা আক্তারের ভুয়া বানানো শিক্ষা সনদের কোন মিলও নাই। এছাড়া এতে প্রধান শিক্ষকের স্বাক্ষরও জ্বাল। ফলে তার শিক্ষাগত সনদের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, তৎকালীন এক উপজেলা আনসার কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে এবং তৎকালিন ফ্যাসিষ্ট সরকারের একটি রাজনৈতিক প্রভাবশালী মহলের সহায়তায় সে এই পদে নিয়োগ পায়। বিগত সাত বছর ধরে সে সরকারি ভাতা ও অন্যান্য সরকারী সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছে। এছাড়া তৎকালীন এক জেলা কমান্ড্যান্টের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে । এ কারণে এক পর্যায়ে তাকে আনসার ভিডিপি অফিসে যাওয়া নিষেধ করা হয়। তবে পরবর্তীতে বিশেষ সুপারিশের মাধ্যমে আবারও সে সেখানে নিয়মিত যাতায়াত শুরু করে।

শেফা আক্তারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে নিয়মনীতি উপেক্ষা করে টাকার বিনিময়ে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন ও সারদীয় দূর্গা পুজায় লোক নিয়োগ দিয়েছে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। ফল বাহিনীর সদস্যদের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আনসার ও ভিডিপির সদস্যগন অভিযোগ করেছেন, তিনি সদস্যদের প্রাপ্য ডিউটি ভাতা ও অন্যান্য সুবিধা নিয়মিত আত্মসাৎ করে আসছেন। ক্ষুব্ধ আনসার-ভিডিপির সদস্যগনসহ জেলার সচেতন মহল এ বিষয়ে জরুরী ভিত্তিতে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট হোসনে আরা হাসি সাংবাদিকদের বলেন, শেফা আক্তারের জাল সনদে চাকরি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: