ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

স্টাইপেন্ড একাডেমিক কেয়ারের আত্মপ্রকাশ: এসোসিয়েশন অফ মুসলিম স্কুল (ইউকে) এর সাথে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরা ১৩নং সেক্টরে অবস্থিত স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে ‘কোয়ালিটি এডুকেশন ইমপ্রুভমেন্ট’  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রফিকুর রহমান।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ। উক্ত সেমিনারের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষা উদ্যোক্তা আশফাক চৌধুরী (চেয়ারম্যান, এসোশিয়েশন অফ মুসলিম স্কুল, ইউকে)। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান কীভাবে উন্নয়ন ঘটানো যায় সে বিষয়েও আলোকপাত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান এবং নির্বাহী পরিচালক মো: এনামুল হক। তিনি সেমিনারের প্রাক্কালে আয়োজনের উদ্দেশ্য কী- তা উপস্থিত সকলের নিকট ব্যক্ত করেন। তিনি স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেন- মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানো ও শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সময় উপযোগী নানা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি করাই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য, যারা দেশ ও দেশের বাইরে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করা মধ্য দিয়ে এদেশের সার্বিক সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করবে। তিনি আরো বলেন ‘স্টাইপেন্ড একাডেমিক কেয়ার’ এর কার্যক্রম মূলত তিন ধরনের হবে। একাডেমিক, এডমিশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকগণ ও শিক্ষানুরাগী। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাকিলা আক্তার। তিনি সেমিনারে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া চেয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে এসোশিয়েশন অফ মুসলিম স্কুল, ইউকে এর চেয়ারম্যান জনাব আশফাক চৌধুরী ও স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর চেয়ারম্যান শাকিলা আক্তারের মধ্যে একটি যৌথ কর্মসূচির চুক্তি স্বাক্ষরিত হয়। সেমিনারে আগত সকলকে আপ্যায়ন করায় ‘ঠাণ্ডা-গরম’ উত্তরা ব্রাঞ্চ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: